>গত ১০-১৭ ফেব্রুয়ারী আরব আমিরাতের দুবাই সিটিতে ওয়ার্ল্ড কারাতে ফেডারেশনের আয়োজনে ও আরব আমিরাত কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় সম্পন্ন হয় ওয়ার্ল্ড কারাতে জাজ ও রেফারি সেমিনার,পরীক্ষা ও ডব্লিউ কে এফ ওয়ান প্রিমিয়ার লীগে অংশগ্রহণ করেন পুলিশের কারাতে কন্যা খ্যাত চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের এএসআই মোছাঃ লতা পারভীন। ...